তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ ডিসেম্বর বিশেষভাবে পালিত হয়। প্রতিবছরের ন্যায় ময়মনসিংহের ফুলপুরে যথাযথ মর্যাদায় এ বছরও প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬ টায় আনুষ্ঠানিক ভাবে গোলচত্ত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ সহ উপজেলার ঠাকুরবাখাই, মধ্যনগর, ফতেপুর ডোবারপাড়, পয়ারী, ভাইটকান্দির নীলগঞ্জ, বালিয়ার বড়ইকান্দি ও ছনধরার রামসোনা এ ৭টি বধ্যভূমিগুলোতে পুস্পস্তবক অর্পণ করে মোনাজাত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তার সাথে ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি। পরে ৯টায় কুচকাওয়াজ প্রদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সৃত্রধরের সঞ্চালয় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, পিআইও অফিসার আশিষ কর্মকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্বা ও তাদের সন্তানাদি, ছাত্র জনতা, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষ সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্ত্বরে। এর আগে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ১৫ই ডিসেম্বর রবিবার সকালে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত এই ম্যাচ নির্ধারিত সময় শেষে ১/১ এ ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে পৌরসভা একাদশ বিজয়ী হয়।