1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জে ইয়াসিন গং জোড় পূর্বক এতিমদের দোকান রক্ষার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করতে হবে : এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিপু ভূইয়া গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত নাসিকের উদাসীনতায় ১৭ হাজার রেজিস্ট্রেশনে চলছে ৪৫ হাজার মিশুক দূর্গা পূজাকে ঘিরে ব্যস্ত রাউজানের প্রতিমা শিল্পীরা আমাকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে —সাবু লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে কৃতি শিক্ষার্ধীদের সংবর্ধনা ফুলপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাউফলে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

না’গঞ্জে ইয়াসিন গং জোড় পূর্বক এতিমদের দোকান রক্ষার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৩ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার ২নং রেল গেইটস্থ এস. এম. মালেহ সড়কে “মদিনা পেপার স্টোর” নামে একটি দোকান ইয়াসিন গং কর্তৃক জোড় পূর্বক দখল ও পরবর্তীতে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দোকান মালিক সানজিদা আক্তার’র ভাই জহির আহাম্মেদ সোহেল।
সোমবার (২ জুন) দুপুরে মিশনপাড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন এবং তার বোনের এতিম সন্তানদের সম্পত্তি রক্ষায় ও নিজেদের নিরাপত্তায় সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সানজিদা আক্তার’র ভাই সোহেল জানায়- তার বোন সানজিদা আক্তার ২০০৬ সালে সাব-কবলা দলিল মূলে মদিনা পেপার স্টোর সহ বাড়িটি ক্রয় করেন। বোনের স্বামী মারা যাওয়ার পর তিনি তার ২জন এতিম সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।
অভিযোগকারীর ভাষ্যমতে- আওয়ামী লীগ সন্ত্রাসী ইয়াসিন গং কোনো প্রকার বৈধ চুক্তিপত্র ছাড়াই স্বৈরাচারী প্রভাব খাটিয়ে দোকানটি জোড় পূর্বক দখল করে নেয়। এবং আমার বোনের বিরুদ্ধে একটি চিরস্থায়ী রায় নিয়ে নেয়। এ-ই ঘটনায় সংবাদের পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আমার বোন সানজিদা আক্তার আদালতে আপিল করলে দেওয়ানী আপিল মোকদ্দমা নং- ২৬৭/২২ মূলে গত ১৭/১০/২০২৪ইং তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। ইয়াসিন গং এ-ই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা দায়ের করলে, আমার বোন মহামান্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানান। আদালত ইয়াসিন গং এর দায়ের করা রিভিশন মামলার কার্যক্রমের উপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
অভিযোগকারী আরও জানায়- স্থগিতাদেশের ফলে ইয়াসিন গং এর দখলে থাকার কোন আইনগত ভিত্তি না থাকায় তিনি গত ২৫/০৫/২০২৫ইং তারিখে তাদের দোকান ছেড়ে দিতে বলেন। তখন ইয়াসিন গং ৭ দিনের সময় প্রার্থণা করে এবং এ-ই সময়ের মধ্যে বিভিন্ন মহলে তদবির করেও কোন সুবিধা করতে পারেনি। পরিশেষে গত ৩০/০৫/২০২৫ইং তারিখে ইয়াসিন গং কতিপয় গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমার বড় ভাইয়ের মিশনপাড়াস্থ অফিসে আসেন। সেখানে আলোচনার এক পর্যায়ে ইয়াসিন গং দোকান ছেড়ে দেয়ার শর্ত হিসেবে ২৫ লক্ষ টাকা এবং মামলা পরিচালনার খরচ দাবী করে। এবং তা পরিশোধ করলে দোকান ছেড়ে দেবে বলে জানায়। তখন তার বড় ভাই গত ৩১/০৫/২০২৫ইং তারিখ শনিবার সকাল ১০টায় সকল বৈধ কাগজপত্র সহ উক্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আসতে বলেন। কিন্তু নির্ধারিত দিনে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ইয়াসিন গং এর কেউ আসেনি।
এমতাবস্থায় গত ০১/০৬/২০২৫ইং তারিখ রবিবার আমি ৩ জন বন্ধু সহ মদিনা পেপার স্টোরে গিয়ে ইয়াসিন গং এর কাছে না আসার কারণ জানতে চাইলে, সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ইয়াসিন গং আশপাশের দোকান থেকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তিনি বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। এবং পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হলে তাকে ঔষধ ও এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সানজিদা আক্তার’র ভাই সোহেল সাংবাদিকদের কাছে আকুল আবেদন জানান- তার বোন ও এতিম ভাগ্নে-ভাগ্নিরা ইয়াসিন গং এর সন্ত্রাসী কার্যক্রম এবং জোড়-জবরদস্তি থেকে যেনো রক্ষা পায়। এবং তারা তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারে। এবিষয়ে তিনি যথাযথ আইনি প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি