ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম মনিও আওরঙ্গজেব। বিএনপি নেতা আয়নাল হক, আব্দুর খালেক, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা ছাত্রদল কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।