সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ, এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে, শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সকল সংস্কার করেই নির্বাচন দিতে হবে।’ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
তিনি আরো বলেন, ‘জাতীয় ঐকমত্যের মিটিংএ বলেছিলাম , জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’ বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১২টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নব নির্বাচিত গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে ছাত্র জনতার তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪ এর জন্ম হতোনা, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোন তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণঅধিকার পরিষদ দল কোন লেজুড়বৃত্তিক করে দল গঠন করে রাজ পথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘কোন একটি দলের নেতা কর্মীদের লেজুড়ভিত্তিক না করে নাগরিকদের সেবা প্রদান করুন। তা না হলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার।’