এছাড়াও, একই দিনে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র দায?িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কাদালংকা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে, বিজিবি টহল দল কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়।
এ ছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া বিওপি ও মাধবপুর উপজেলার হরিণখোলা, মনতলা বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপি’তে পৃথক ০৯টি অভিযান পরিচালনা করে। এসকল অভিযানে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী কর্তৃক ফেলে যাওয়া আনুমানিক ৩,০৭,২১০ টাকা মূল্যের ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং ০২ টি বাই-সাইকেল জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ০৮-১৩ জুন পর্যন্ত ০৬ দিনে শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম এলাকাগুলোতে মোট ১১ টি পৃথক অভিযান চালায় ৫৫ বিজিবি। অভিযানে আটককৃত মালামালগুলো নিয়মানুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, “উর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখন্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। উল্লেখ্য, চলতি জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১,২৬,১৭,২৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।