চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মোহাম্মদ আবদুল আলম (ফকির) ৪৬ নামে এক ব্যাক্তি গুরুত্ব আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ জুন সোমবার সকাল ১১ টার সময় কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কথা কচুয়াই অলির হাট আবদুস শুক্কুরের মুদির দোকানের সামনে। এ ঘটনায় নুরুল হকের ছেলে মোহাম্মদ আবদুল আলম (ফকির) বাদী হয়ে পটিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে জিডি নং ৮৪৯ রুজু করেছে।
এতে বিবাদী করা হয় কথা কচুয়াই গুড়া মিয়া হাজীর বাড়ির আবদুর রহমান (৩২),আবদুল গণী (৫১), উভয় পিতা,একে খান (৫২)। পটিয়া থানার দায়েরকৃত জিডি সুএে জানাযায়, বিবাদীগনের সাথে বাদী মোহাম্মদ আবদুল আলম এর সাথে পুর্বশক্তুতা ছিল। এর জের ধরে বিভিন্ন সময়ে আবদুল আলম ফকির কে মারধর করার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিবাদীগন।
এর ধারাবাহিকতায় ১৬ জুন আবদুল আলম ফকির অলির হাট বাজারে গেলে তাকে একা পেয়ে বিবাদীগন এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ বিষয়ে নিয়ে আবদুল আলম আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করিলে বিবাদীগণ প্রাণে মারার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেন। এব্যাপারে আবদুল আলম ফকিরের উপর হামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য পটিয়া থানার ওসি’র সুদৃষ্টি কামনা করেন।