তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে শারীরিক প্রতিবন্ধী জাকিয়া হুইলচেয়ার উপহার পেয়ে সবার মুখে খুসির ছাপ। উপজেলার ছনধরা ইউনিয়নের মেরীগাই গ্রামের ৮ বছর বয়সী জাকিয়া খাতুন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। একটি হুইল চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছিলো না।
গত ১৮ জুন জাকিয়ার বাবা আব্দুল জলিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি হুইল চেয়ারের আবেদন করেন। পরে জনবান্ধব কন্যা, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বিষয়টি নজরে নিয়ে তাৎক্ষণ ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯ জুন বৃহস্পতিবার সকালে জাকিয়াকে হুইল চেয়ার উপহার দেন।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী সন্তান পিতা মাতার বোঝা নয়, তারা আদরের সন্তান। স্বাভাবিক চলাচলে অক্ষম এই বাচ্চাটিকে যখন হুইল চেয়ারটি দেয়া হলো, বাচ্চার বাবার মুখের হাসিটা যে মনে দাগ কেটেছে। আল্লাহ এমন সন্তানের বাবা মা সহ ওদের ভালো রাখুক।