তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সব মানুষের মধ্যে বইয়ের প্রেম ছড়িয়ে দিতে, আড্ডার মূল বিষয়বস্তু বই করে তুলতে এবং বইয়ের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এই প্রথম ময়মনসিংহের ফুলপুরে জনবান্ধব কন্যা, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার প্রচেষ্টায় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠা করা হচ্ছে। ৫৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন সংলগ্ন এ ভবনের ভিত্তি প্রস্তাব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।১৯ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চুয়ালি/ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ পাবলিক লাইব্রেরীর ভবনটির ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন অন্তরবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এ সময় তার সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন বই মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, মানুষকে সমৃদ্ধ করে। লাইব্রেরি বা পাঠাগার একটি অঞ্চলের মানুষকে আলোকিত করে তুলতে পারে। ফুলপুরের মাটিতে পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা এই অঞ্চলের মানুষকে আলোকিত করে তুলবে বলে বিশ্বাস করি।’ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার পেছনে অন্যতম কারণ হল হিউম্যান ডেভেলপমেন্ট, আমাদের মনোজগতের উন্নয়ন। উন্নত দেশগুলোতে বিভিন্ন অফিস সহ আমরা রাস্তার পাশে কিংবা উন্মুক্ত পার্কে মানুষকে বই পড়তে দেখি। কিন্তু আমাদের দেশে সেটি দেখা যায় না।
‘তরুণদের মধ্যে যারা বই বিমুখ, উন্মুক্ত/পাবলিক লাইব্রেরি তাদের জন্য নতুন দ্বার খুলে দেবে, নতুন পথ দেখাবে এবং নতুন করে ভাবতে শেখাবে। একইসঙ্গে পাবলিক লাইব্রেরি আমাদের মগজের অন্ধত্বতা, ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদী চর্চা ও ঔপনিবেশিক মনোভাব দূরীকরণে ভূমিকা রাখবে।’ এছাড়াও কমবে কিশোর গ্যাং সহ নানান অপরাধ জনিত কার্যকলাপ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।