মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।১৮ই ডিসেম্বর বুধবার দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পূর্ণ নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী।
নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোইবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬ টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩’শ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এসময় তারা পূর্বাচল ৩ সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজে এসে পৌছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হয়।
ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় লাশ শনাক্তকরণ শেষে রূপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন পূর্বাচল 300 ফুট মোটর সাইকেল আরোহনকারীদের জন্য একটি মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে সড়ক আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন।