মেহেদী হাসান প্রান্ত:নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকায় অবস্থিত আবে জমজম হাফিজিয়া নূরানী বালক/বালিকা কওমী মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ২৮ জুন শনিবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সহযোগিতায় মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের দাতা ও সমজকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। মুসাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ইয়ানবী মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল জলিল, মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম ,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য শাহিন আহাম্মেদ,মুসাপুর ইউনিয়ন যুবদল নেতা নাজিম মাহমুদ,বিএনপি নেতা রিয়াজুল হক প্রধান,ব্যবসায়ী রবিউল আউয়াল,৯নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন মেম্বার,৮নং ওয়ার্ডের সাবেক সদস্য খোরশেদ মেম্বার,মতিউর রহমান,রিপন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের ঘোষণা দেন এবং অচিরেই মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।