বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৫টায় বাংলা বাজারস্থ বাউফল উপজেলা জামায়াত কার্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মোঃ রেদওয়ান উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান,
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের পটুয়াখালী জেলা সভাপতি মোঃ সাইদুর রহমান খান, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও উপজেলা আমির মাওলানা মোঃ ইসহাক মিয়া প্রমুখ, শ্রমিক কল্যাণের উপজেলা সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদুল হাসান। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদসহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কমনায় দোয়া করা হয়।