স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জের গোদনাইলে কিশোর গ্যাংয়ের লিডার সানমুন ও নারী লিপ্সু হিসেবে খ্যাত সেন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কিন্তু পুলিশ নিরব থাকায় চিহ্নিত অপরাধীদের উৎপাতে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, পুলিশের নিস্ক্রিয়তায় হত্যা, চাঁদাবাজি ও বিষ্ফোরক মামলার আসামী সেন্টু ও সানমুন নতুন আইলপাড়া এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নাকের ডগায় আসামীরা আকাম কুকাম করে বেড়ালেও প্রশাসনিক কোনো চাপ নেই। পুলিশের সাথে আর্থিক আতাতের মাধ্যমে আজমিরি ওসমানের হুন্ডা বাহিনীর সদস্য সানমুন ও আওয়ামী লীগের সেন্টু বিভিন্ন মানুষকে এখনো হয়রানী করে যাচ্ছে। অথচ দেখার কেউ নেই বলার কেউ নেই। কারো সাথে কিছু হলেই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে এলাকায় প্রকাশ্যেই মহড়া দিয়ে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। অনেকেই জানান, নতুন আইলপাড়া, এনায়েতনগর ও জেলেপাড়া পুল এলাকায় পুলিশী অভিযান না থাকায় প্রকাশ্যেই ঘোরাফেরা করে উল্টো ঐ স্বৈরাচারি কায়দায় এখনও মানুষকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে যাচ্ছে সানমুন ও তার সন্ত্রাসী বাহিনী। এছাড়াও এলাকায় ইয়াবা সহ ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
নারী লিপ্সু সেন্টুর বাড়ীর ছাদে নিয়মিত মাদকের পসরা সাজিয়ে বসে সানমুন ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকায় এই বাহিনীর সদস্যদের মধ্যে রাজু, পলাশ ও স্বদেশ অন্যতম। তাদের কাছ থেকে গার্মেন্টস শ্রমিকরাও রেহাই পাচ্ছে না। রাতেরবেলা গার্মেন্টস ও শিল্প কারখানা ছুটি হওয়ার সময় শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে চিপায় চাপায় নিয়ে মোবাইলসহ টাকা পয়সা র্ছিনিয়ে নেয়। এলাকার হাস মুরগিও তারা চুরি করছে। তাদের উৎপাত আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় মানুষজন শংকিত ও আতংকিত থাকে সবসময়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে সানমুন যেভাবে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে মানুষকে হয়রানি করছে ঠিক একই কায়দায় অভিনব পন্থায় ভোল্ট পাল্টে স্থানীয় কয়েকজন বিএনপি যুবদল ও তরুন দলের নামধারী শীর্ষ অপরাধীদের ম্যানেজ করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ ব্যাপারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।