শামীম ওসমানের ক্যাডার চাঁদাবাজ সেলিম এখনও প্রকাশ্যে ‘ শিরোনামে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক নেতা মোঃ সেলিম। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন শামীম ওসমান ছিলেন জনপ্রতিনিধি তার সাথে বিভিন্ন অনুষ্টানে অনেকেই ছিলো। তিনি শ্রমিক নেতৃত্ব দিতে গিয়ে বিভিন্ন সময়ে শামীম ওসমান সহ আজমীর ওসমানের সাথে দেখা করতে হয়েছে। আওয়ামীলীগ সরকারের সময় আমার উপর হামলা হয়েছে এবং আমার অফিস ভাংচুর করেছে। প্রতিবাদলিপিতে তিনি আরো দাবি করে বলেন, আমি কোন চাঁদাবাজ নই, শামীম ওসমান ও আজমীর ওসমানের নামে কোন চাঁদা ওঠাইনি। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর। এসব সংবাদ প্রকাশ করে আমার সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে। আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।