স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের ধরে বন্দরের সোনাকান্দা স্কুল রোড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দেবর সজিব’র ভয়ে আতংকিত তারই বাবা-মা এবং বড় দুই ভাইয়ের স্ত্রী’রা। ৩০ জুন(সোমবার) সোনাকান্দা স্কুল রোড এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র মাদকাসক্ত সজীবের বিরুদ্ধে অভিযোগ করেন প্রবাসী বড় ভাই মামুন’র স্ত্রী লিজা আক্তার। অভিযোগ পরবর্তী মাদকাসক্ত দেবর সজিব তার-ই বাবা-মা, দুই ভাইয়ের স্ত্রী দের বাসায় তালা ঝুলিয়ে রাখেন।
এতে আতংকিত হয়ে বাবা জাহাঙ্গীর, মা এবং প্রবাসী ভাইয়ের স্ত্রী’রা রীতিমতো ভয়ে বাড়ি ছাড়া হয়ে গৃহহীন অবস্থায় এদিক সেদিক ঘুরাঘুরি করছে। এদিকে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগী জাহাঙ্গীর এবং তার বড় দুই পুত্রের স্ত্রী’দের জিজ্ঞাসা করলে তারা বলেন,আমাদেরকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়েছে মাদকাসক্ত সজিব। তাই আমরা ভয়ে আতংকিত হয়ে বিচারের অপেক্ষায় আছি।
তারা আরও বলেন, বন্দর থানার অফিসার মাদকাসক্ত সজিব’কে ধরতে গেলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। উক্ত ঘটনায় পিতা জাহাঙ্গীর গণমাধ্যম কর্মীদের বলেন,আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।