বিশেষ প্রতিনিধি :- ২ জুলাই বুধবার সকাল ১০ টায় বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় দাওয়াহ্ কমিউনিটি হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট এন্ড ইসলামাইজেশন ফাউন্ডেশন এর উদ্যোগে বন্দর চৌরাস্তায় ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থাকরে দেওয়ার জন্য মানববন্ধন করা হয়। বন্দর চৌরাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা। জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা বিধায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে রাস্তার সম্প্রসারণ হওয়া সত্বেও বেশ কয়েকজন লোক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করতে হয়েছে এ চৌরাস্তা সংলগ্ন একটি মসজিদ, বাজার ও প্রাইমারি স্কুল হওয়াতে শিক্ষার্থী ও মুসুল্লীদের য়াতায়ত করতে অনেক সমস্যা হচ্ছে।
এই দুর্ঘটনার থেকে প্ররিত্রান প্রেতে অতি জরুরী ট্রাফিক ব্যবস্থা ও ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের নিকট উক্ত সংগঠন ও বন্দরবাসী জোর দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোশাররফ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সায়েম রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, বাইতুল মাল সম্পাদক পাবেল, মুফতি মাওলানা ইসমাইল সরকার, মুফতি আব্দুল্লাহ, মো. নজরুল ইসলাম, মো. মতিউর রহমান, আহসান উদ্দিন, হাবিব উদ্দিন, রোহান, মুন্না, মেহেদী হাসান সহ সকল সদস্য বৃন্দ।