নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙনের মুখে পড়ায়, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কবরস্থানটির রক্ষাকাজ শুরু হয়েছে।
৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদপত্রে নদীভাঙনের খবর প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২৪ জুন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারই উদ্যোগ ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন হাজী কফিল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সদস্য তরিক হোসেন বাপ্পি, প্রোভাইডার প্রতিষ্ঠান মিসেস ফাতিয়া ট্রেডার্স-এর সপ্ন মিয়া, করিম মিয়া, দিপু ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এলাকাবাসী জেলা প্রশাসক, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।