মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি বিরোধের জেরে নিহত ব্যবসায়ী সানাউল্লাহ বাদশার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় পূর্বাচলের ডেমরা-কালিগঞ্জ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা রেহানা বেগম, ভাই রাসেল মিয়া, এডভোকেট ইসমাইল হোসেনসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সানাউল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার চার দিন পার হলেও এখনো আসামিরা ধরা পড়েনি। শুধু দুইজন নয়, আরও অনেকে এই হত্যায় জড়িত ছিল বলেও দাবি করেন তারা।
বক্তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। উল্লেখ্য, গত ১ জুলাই রূপগঞ্জের জাংগীর এলাকায় ডেকে নিয়ে সানাউল্লাহ বাদশাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।