মোঃ ফরহাদ হোসেন বাবু: গলাচিপা উপজেলায় আমনের বীজতলা ডুবে নষ্ট হওয়াতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ধান চাষিরা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষে আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে বীজতলা শুরু করেন। শ্রাবন মাসের প্রথম সপ্তাহ থেকে এসব বীজ জমিতে রোপন করা হয়ে থাকে। ধানের বীজ ভেদে রোপনের ১২০ দিন থেকে ১৪০ দিন পরে অগ্রহায়ন ও পৌষ মাসে ধান কাটা হয়। আষাড়ের প্রথম থেকেই অতিরিক্ত বৃষ্টির কারনে বীজতলা গুলো তলিয়ে বীজ পঁচে যাচ্ছে যা আগামী ফসলের উৎপাদন মাত্রা হ্রাস পেতে পারে বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করছে।
এভাবেই অবিরাম অতি বৃষ্টি চলতে থাকলে বীজতলায় ক্ষতির শঙ্কা আরো বৃদ্ধি পেতে পারে যা কৃষকদের মোটা লোকসানের মুখে ফেলবে। কৃষকেরা অভিযোগ করে বলছেন যে অনেক দখলদার ছোটো খাটো খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারনে নিয়মিত পানিপ্রবাহ ব্যহত হচ্ছে যাতে করে পানি জমে ফসল উৎপাদনে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও উপজেলায় একটানা ২০-২৫ দিন একটানা অতি বর্ষনের কারনে মানুষের জীবন মান ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে গলাচিপা কৃষি অফিস থেকে ইউনিয়ন ভিত্তিক অফিসারদের মাধ্যমে সকল স্লুইসগেট, কালভার্টের দিয়ে পানি নিষ্কাশনের ব্যাবস্থা জোরদার করছে। সেই সাথে সকল কৃষকদের উদ্দেশ্য গলাচিপা উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়, যে অতি বৃষ্টিতে কোনো কৃষক যেনো নতুন করে বীজ ধান ভিজানো ও নতুন বীজতলা যাতে না করা হয় এবং অতি বৃষ্টির পরে কৃষকদের সকল প্রকার কাজ করার আহবান জানান।