জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ জনসংযোগ করেছেন।
সোমবার (১৪ জুলাই) বিকাল থেকে মাগরিব পর্যন্ত তিনি শহরের জল্লারপাড়,পাইকপাড়া, নয়াপাড়া, ভূঁইয়াপাড়া শহ একাধিক মহল্লায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন এবং তাদের কাছে সৎ যোগ্য লোককে নির্বাচিত করার আহবান জানান।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”
এসময় তিনি ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে বলেন, “সাধারণ মানুষ আজ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”
মাওলানা মঈনুদ্দিন আরও বলেন, “আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আপনাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কাজ করব।” তিনি এলাকার মুরব্বী, যুবক ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকাল উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে,নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর এড. আক্তার হোসাইন, থানা সেক্রেটারি মো সাইদুর রহমান ,শ্রমিক কল্যান ফেডারেশন থানা সভাপতি মো গোলাম ফারুক, ১৭ নং ওয়ার্ড সভাপতি খালিদ জাকারিয়া সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং মাওলানা মঈনুদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।