চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে পাওনা টাকা চাওয়ায় রাফিয়া আকতার (৩৫) নামে এক পোশাক শ্রমিক কর্মীকে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে। রাফিয়া আকতার ঐ এলাকার নয়নে স্ত্রী। অভিযোগ সুএে জানায় যায়, পূর্বের পরিচিত খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নুরুলদীন ফকির বাড়ির হোছনেয়ারা আকতার গার্মেন্টস চাকরির সুবাদে বিবাদীর সাথে ভাল সু-সম্পর্ক ছিল। সে সুবাদে বিগত গত ২০২২ সালে জুন মাসে ১ ও ২নং বিবাদীর বিশেষ প্রয়োজনে রাফিয়া আকতার কাছে হাওলাদ ১৭ হাজার টাকা নেন বিবাদীগণ। পাওনা টাকা চাইতে গেলে উল্টো রাফিয়া আকতার কে হুমকি দেন হোসনায়ারা বেগম ও তার স্বামী।
এসংক্রান্ত বিষয়ে সামাজিকভাবে বেশ কয়েকবার বৈঠক করে টাকা দেওয়া কথা দিলেও গত ৪ বছরেও পাওনা টাকা পরিশোধ করেনি। এছাড়াও রাফিয়া আকতার খরনা ইউনিয়ন পরিষদের প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ দিলে ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ ছৈয়দ উভয় পক্ষকে ডেকে দুই পক্ষের কথা শুনে ১৭ হাজার টাকা রাফিয়া আকতার পাবে বিষয়টি শিকার করে। পরে এ টাকা দেওয়ার কথা বলে ফরিদ তার স্ত্রী ঘরে তালা মেরে পালিয়ে গিয়ে গত তিনবছর চট্টগ্রাম শহরে বসবাস করে। বর্তমান তারা বাড়িতে ফিরে আসলে রাফিয়া আকতার তার পাওনা টাকা চাইতে গেলে তাকে নানান ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে রাফিয়া আকতারের অভিযোগ।
বিষয়টি সত্যিতা নিশ্চিত করেন খরনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সৈয়দ। গরীব অসহায় পোশাক শ্রমিক রাফিয়া আকতার গত ২০ জুন সকাল ১০ টার সময় বর্ণিত ১ ও ২নং বিবাদীদ্বয়ের বসত বাড়িতে গিয়ে পাওনাকৃত টাকা ফেরত দেওয়ার জন্য বললে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে আমাকে অম্লীল ভাষায় গালমন্দ করে। এমনকি পাওনাকৃত টাকার বিষয়ে অস্বীকার করে মারধর করার জন্য উদ্যত হয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়।
পরে রাফিয়া স্থানীয় মেম্বারকে বিষয়টি আবারও অবগত করিলে মোহাম্মদ সৈয়দ মেম্বার শালীশি রোয়াদার মোতাবেক ইউনিয়ন পরিষদের প্যাডে উপস্থিত স্বাক্ষীগনের স্বাক্ষরিত লিখিত দেন টাকা পাব সঠিক পাওনা টাকা চাওয়া হত্যার হুমকি কারণে থানা/ আদালতে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন। রাফিয়া আকতার এ বিষয়ে প্রতিকার প্রার্থনা পটিয়া সেনা কেম্পে অভিযোগ দায়ে করেন বলে জানান।