filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়ায় আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ জুলাই) উত্তরা ব্যাংক খেপুপাড়া শাখার আয়োজনে কৃষক এবং নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীর অধিকার এবং আর্থিক খাতে তাদের অংশগ্রহণ বিষয়ে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংক খেপুপাড়া শাখার ব্যাবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার মো.নজরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো.হেলাল উদ্দিনসহ শাখার কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার ঋন অফিসার মো.হুমায়ুন কবির। বক্তারা আর্থিক স্বাক্ষরতা এবং নারীদের অধিকার এবং আর্থিক খাতে তাদের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উত্তরা ব্যাংক খেপুপাড়া শাখার ব্যাবস্থাপক মো.লুৎফর রহমান বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ। আমানতের সুরক্ষায় দেশের প্রথম সারির ব্যাংক উত্তরা ব্যাংক দেশের সংকটকালীন সময়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে গেছে। তিনি নারীদের জন্য লাবণ্য স্কীমের সুবিধা সমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।