তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক হয়ে মোবাইল কোর্টে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন শাজাহারুল (২০) নামের এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা এলাকায়। জানা গেছে, মোঃ আসলাম হোসেনের ছেলে শাজাহারুল নেশাশ্রবনকারী ছেলেদের সাথে চলাফেরা করে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরেছেন। প্রতিদিনের মতো গত বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টায় সে মাদক সেবন করে বাসায় ফেরে এবং পরিবারের ওপর শারীরিক নির্যা’তন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুরও করেন। অসহায় পরিবারের অভিযোগে ফুলপুর থানার ওসি আব্দুল হাদির দিকনির্দেশনায় পুলিশের একটি ফোর্স সাড়ে ৩টার দিকে তার ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন। তাৎক্ষণিক সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমাও পৌঁছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিবার ও স্থানীয়দের জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় রকিব মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “মাদকমুক্ত ফুলপুর গড়তে আমরা জেলা প্রশাসন, মুফিদুল আলম স্যারের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের পাশাপাশি সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান থাকবে।” ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি কিশোর রকিব মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আজি জেলহাজতে পাঠানো হবে।