নিজস্ব প্রতিবেদক: সাবেক ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত ও হত্যাসহ ০৯টি মামলার পলাতক আসামি মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম ডাকাত’কে অস্ত্র ও তাজা গুলি সহ গ্রেফতার করেছে র্যাব-১৫ কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত আনোয়ারুল ইসলাম এর সন্ত্রাসী কর্মকান্ড ও অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এলাকাবাসী। উক্ত ডাকাতের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার নিকট বারংবার অভিযোগ করা হয়। এ বিষয়ে সর্বপ্রথম এপিবিএন কে উক্ত আসামীকে গ্রেফতার করতে নির্দেশনা প্রদান করা হয়। এপিবিএন কর্তৃক বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ও উক্ত আসামীকে ধরা সক্ষম হয় নি।
পরবর্তীতে জেলা পুলিশকে উক্ত আসামী গ্রেফতারের নির্দেশনা প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে জুলাইয়ের মাঝামাঝিতে জেলা পুলিশ কর্তৃক উক্ত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১৫ এর সহযোগিতা চাওয়া হয়। জেলা পুলিশের অনুরোধ প্রাপ্তির পরক্ষণেই বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় র্যাব-১৫ কর্তৃক অভিযান পরিচালিত হয়ে আসছে। চলমান অভিযানের ধারাবহিকতায় ২৫ জুলাই রাতে এক বিশেষ অভিযানে জেলা পুলিশের সহযোগিতায় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট হতে দুইটি ওয়ান শুটারবন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (৩৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মৃত খদিজা বেগম, সাং-মধুরছড়া, ৬নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
উল্লেখ্য যে, কুখ্যাত ডাকাত আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম(৩৫) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা চেষ্টা, অবৈধভাবে বন দখল সহ তার বিরুদ্ধে সর্বমোট ০৯ টি মামলা রয়েছে। সে বিগত সরকার আমলের দলীয় লোকদের সাথে সম্পৃক্ততা করে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বনভূমিতে বসবাসকারী লোকদের থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান আ.ম.ফারুক, সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার