পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- ২৫ জুলাই শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন ফজু সাদার বাড়ি এলাকার শিশুদের মাঝে ফুটবল উপহার দিলেন জঙ্গলখাইনে জনতার চেয়ারম্যান ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ও রহমান মার্কেট রুপা- নিপা ফ্যাশনের স্বত্বাধিকারী সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম চৌধুরী, প্রবাসী মফিজুর রহমান সহ শিশুরা।
সমাজ সেবক দিদারুল আলম বলেন, আমার ক্ষুদ্র চেষ্টা কোমলতি শিশুদের পাশে থাকার, শিশুদের হাসি নিজের কাছে আনন্দ লাগে, তিনি আরও বলেন, প্রত্যাক শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। বলা হয়ে থাকেশিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন