স্টাফ রিপোর্টারঃ বিপুল অর্থের বিনিময়ে ভুয়া চাঁদাবাজি মামলায় ডিবির এস আই বিরাজ দাসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায় রুপগনঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হাসান মিলন এর বিরুদ্ধে বিনা তদন্তে চাঁদাবাজি মামলার রিপোর্ট দেন এস আই বিরাজ দাস। খোঁজ নিয়ে আরো জানা যায় তানভীর হাসান মিলন একজন সমাজ সেবক তিনি চাইল্ড কেয়ার স্কুল এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী যিনি মাসে প্রায় ১২ লাখ টাকা ভ্যাট দেন।বছরে প্রায় ৫০ লখ টাকা ইনকাম কাম ট্যাক্সও দেন।
ঘটনা সূত্রে জানা যায়, ব্যবসায়ী তানভীর হাসান মিলন এর পার্শ্ববর্তী জাহাঙ্গীর কবির ভূইয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এরই প্রেক্ষিতে গত জুন মাসে তানভীর হাসান মিলন’র বিরুদ্ধে জাহাঙ্গীর কবির ভূইয়া কোর্টে মামলা দায়ের করেন। এই মামলার তদন্তের দায়িত্ব পালন করেন ডিবি’র এস আই বিরাজ দাস। ব্যবসায়ী মিলন বলেন, ঘটনা তদন্তে না এসে বিরাজ দাস আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন।
তিনি আরও বলেন আমি হজ্জে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে জাহাঙ্গীর কবির ডিবি বিরাজ দাসকে দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ওয়ারেন্ট জারী করেন।তানভীর হাসান মিলন’র দাবি এই মামলায় সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার প্রত্যাশা করেন তিনি।