মোঃ ফরহাদ হোসেন বাবু, পটুয়াখালীঃ- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর জেলার পায়রা সমুদ্র বন্দর সহ দক্ষিন অঞ্চলের এলাকার সকল নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় জোয়ারের পানি বেড়েছে। সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালী উপজেলার বিশেষ করে চালিতাবুনিয়া ইউনিয়ন, চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ, চরমোন্তাজ, আন্ডার চর, সহ বিভিন্ন এলাকা এরইমধ্যে প্লাবিত হয়েছে। এরমধ্যে বার বার নদী ভাঙ্গনের কবলে পড়ে চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ সবচেয়ে ঝুকিপূর্ণ।শক্তপোক্ত বেড়িবাঁধ না থাকায় সামান্য জলচ্ছাসসে বার বার বাঁধ ভেঙ্গে সম্পূর্ণ ইউনিয়ন প্লাবিত হয়ে যায়। চালিতাবুনিয়া ইউনিয়নের মানুষ বাংলাদেশের আলো কে বলেন, আমাদের ছোট্ট একটি ইউনিয়ন চতুর্দিকে নদীবেষ্টিত থাকায় বারবার বন্যার কবলে পড়ে জীবন মান দুর্বিষহ হয়ে পড়েছে। তারা আরো বলেন আজকেও বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে, জানমাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার মতো টেকসই স্থাপনা খুবই অযোগ্য। এদিকে এরইমধ্যে তলিয়ে গেছে অনেক মাছের খামার একইসাথে গলাচিপা উপজেলার বেড়িবাঁধের বাহিরে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েকফুট বেশি জলচ্ছাসসের কারনে গলাচিপা ফেরিঘাটে যান চলাচলে বিঘ্ন সহ জনসাধারণের চলাচলে বিপর্যয় ঘটেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এ পরিস্থিতিতে সৃষ্ট নিম্নচাপ এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে এবং সমুদ্র উত্তাল রয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।