রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জ: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ”এই প্রতিপাদ্যে জাতীয় কর্মসূচীর সাথে যুক্ত হয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার, ২৬ জুলাই সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ জাতীয় কর্মসূচির সাথে যুক্ত হয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভুগি নারী পুরুষ , মাদ্রাসা শিক্ষক ও ছাত্র , সমাজকর্মী, গণমাধ্যম প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা খুরশিদ জাহান এর পরিচালনায় “লাখো কণ্ঠে শপথ পাঠ”। এ সময় সবাই মানবিক, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।মানবিক ও নৈতিক দায়িত্ব নিয়ে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার,দারিদ্র্য, সহিংসতা ও বৈষম্যহীন সমাজ নির্মাণের প্রতিশ্রুতি,নারীর নিরাপত্তা ও শিশু অধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণ,সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ,অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি মর্যাদাপূর্ণ মাতৃভূমি গড়ার দৃঢ় প্রত্যয়।
শপথ পাঠের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশপ্রেম, মানবতা ও সামাজিক মূল্যবোধভিত্তিক সংগীত, কবিতা আবৃত্তি ও ইসলামিক গজল পরিবেশনা।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ এর পরিচালনায়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,জুলাই যোদ্ধা নেতা মুসা হাসেমী,জুলাই কন্যা জান্নাতুল ফেরদৌস যুথী।
এছাড়াও, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ জাগ্রতকরণ এবং সক্রিয় নাগরিকত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।