মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার সাত মাদক ব্যবসায়ী স্ট্যাম্পে লিখিতভাবে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে। গতকাল ২৬জুলাই শনিবার মৈকুলী বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর চাপে পড়ে মাদক ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে মৈকুলী এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়। জানা গেছে, তারাবো পৌরসভার মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভুঁইয়ার ছেলে শ্যামল ভুঁইয়া, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।
২৫জুলাই শুক্রবার সন্ধ্যায় ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তাতে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চাপের মুখে প্রকাশ্যে শত শত মানুষের সামনে তারা মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে কোন ক্রমেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। মাদক ব্যবসা বন্ধে পুলিশ সক্রিয় ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তৎপর রয়েছে।