পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শহীদ আবদুস সবুর রোডে নুসরাত ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনায় এনডিসি মেগাসিটি নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।২৬ জুলাই শনিবার দুপুরে কেক কেটে পৌর সদর শহীদ সবুর রোডে নুসরাত ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনায় এনডিসি মেগাসিটি নির্মাণ কাজ উদ্বোধন করেন নুসরাত ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি মালিক হাজী মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ আবুল বাশার, মোঃ আবুল হাসান প্রমূখ ।এ সময় বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সহ শতশত উৎসুক জনতার উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে নতুন মাত্রা যোগকরে।এর আগে খতমে কুরআন ও দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত এর মাধ্যমে নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়।এ সময় ল্যান্ড ডোনার ছাড়া ও নুসরাত ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ১০ হাজার মানুষের খাবার পরিবেশন করা হয়।