নিজস্ব প্রতিবেদকঃ– দিনভর থেমে থেমে বৃষ্টি ঝরছিল, উৎকন্ঠা আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল একঝাঁক তরুন মেধাবী আর সাহসী কলমযোদ্ধারা, অপেক্ষায় কমতি ছিলোনা শতাধিক সুবিধা বঞ্চিত শিশু, সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের। অনেক অপেক্ষার এ দিনটি ঘিরে কষ্টিয়ায় একই ছাদের নিচে তিন মিডিয়া আর সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নিজস্ব কার্যালয় সেজেছিলো রঙিন সাজে।সাংবাদিক ও কলাকুশলী সবার মাঝে বিরাজ করছিলো আনন্দ-অনুভূতি। এমনই এক অনন্দঘন উৎসবমুখর পরিবেশে একই সময় একই ঠিকানায় উদ্বোধন হয়ে গেল কুষ্টিয়ার বহুল প্রচারিত দৈনিক জয়যাত্রার বার্তা ও বানিজ্যিক কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ব্যাবস্থাপনা সম্পাদকের কার্যালয়, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম একাত্তর প্রকাশ ও বেঙ্গল প্রেসসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন পিপল’র কার্যালয়।
এদিন স্ব শরিরে উপস্থিত থেকে অফিস উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রার প্রকাশক ও সম্পাদক আল-মামুন সাগর। আল-মামুন সাগর বলেন, গণমাধ্যম বলতে সেই মাধ্যমগুলোকে বোঝায়, যার মাধ্যমে খুব সহজে এবং দ্রুত বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য ও বার্তা পৌঁছে দেওয়া যায়। প্রথাগত গণমাধ্যম ও নতুন গণমাধ্যম এই দুই ধরনের গণমাধ্যমে সাধারণ মানুষের কথাগুলো ফুটে উঠবে, গণমানুষের কথাগুলো, গণমানুষের সমস্যাগুলো তাদের মুখপাত্র হয়ে দৈনিক জয়যাত্রায় প্রতিনিয়ত প্রকাশিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতা অনলাইন ভিত্তিক এই দুই সংবাদ মাধ্যম বজায় রাখবে প্রত্যাশা করে শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এসময় তিনি গ্রীন পিপল’র কর্মীদের উদ্দেশ্য করে বলেন, কুষ্টিয়া প্রেস ক্লাব সবসময় মেধাবীদের ভালো কাজগুলোতে পাশে ছিলো। আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণদের হাত ধরে বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক বিকাশ ঘটেছে। বিশেষ করে, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে তরুণরা ব্যাপক ভূমিকা রাখছে। দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে তরুণরাই আশার প্রদীপ। তরুণদের সৃজনশীলতার চর্চার মাধ্যমে দক্ষ ও সুনাগরিকে পরিণত হচ্ছে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সবাই কামনা করে কিন্তু প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন সেখানে সেবাই হবে মুখ্য উদ্দেশ্য।
সামাজিক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিটি সংগঠকদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে, দায়িত্বশীল ও দক্ষ নাগরিক হতে হবে। সমাজে আজও সেই বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কিশোর অপরাধ, বিচারহীনতার সংস্কৃতি, বৈষম্য, অশিক্ষিত লোকদের প্রাধান্য যেন বেড়েই চলছে। এসব সংকট কাটিয়ে উঠতে হবে, তরুণদের হাত ধরে সামাজিক উন্নয়ন সম্ভব। এর আগে বিকেল সাড়ে চারটায় কুষ্টিয়ার পূর্ব মজমপুরস্থ ডিসি কোর্টের বিপরীতে মাজেদা আনোয়ার সুপার মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে জেলার প্রান কেন্দ্র মজমপুর গেট প্রদক্ষিণ করে, জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এতে অংশগ্রহন করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র কুষ্টিয়া জেলা সদস্য সচিব মোঃ তায়েফ হাসান, দৈনিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মো: নবীন, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম একাত্তর প্রকাশ’র প্রকাশক ও সম্পাদক সুমন মিয়া, গ্রীন পিপল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেঙ্গল প্রেস’র প্রকাশক ও সম্পাদক তোহা বিন আসাদ দ্বীপ, বেঙ্গল প্রেসে’র ব্যাবস্থাপনা সম্পাদক সামসুন্নাহার সোনালীসহ আরো অনেকে। পরে আমন্ত্রিত অতিথি ও সুবিধা বঞ্চিত শিশুসহ সেচ্ছাসেবী সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রার প্রকাশক ও সম্পাদক আল-মামুন সাগর। দৈনিক জয়যাত্রার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আজও টিঁকে আছে জয়যাত্রা।
পত্রিকাটি সব ধরনের পাঠকের আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও বৈচিত্র্যময় সংবাদের সমাবেশ ঘটিয়ে চলছে প্রতিনিয়ত। এখন থেকে প্রতিদিন একটি রুচিশীল ছাপা পত্রিকার পাশাপাশি পাঠকরা সার্বক্ষণিক এর অনলাইন ভার্সনে তরতাজা সংবাদের স্বাদ পাবেন। এর বাইরে পাঠকরা দৈনিক জয়যাত্রা পত্রিকার অনলাইন সংস্করণ ই-পত্রিকাও পড়তে পারবেন। পরে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের হাতে, শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।