মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “স্কাউটরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় অংশ নিবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিবে। বিশ্ব দরবারে দেশকে উন্নতি করতে চাইলে, আমাদেরকে দক্ষতার সাথে কাজ করতে হবে। আমরা যারা স্কাউটিং করি, তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, মানবতা থাকবে, বড়দের সম্মান করার মানসিকতা থাকতে হবে। আমরা এমন স্বপ্ন দেখতে চাই যে, স্বপ্ন আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। গত বৃহস্পতিবার ৩১জুলাই সকালে জেলা প্রশাসকের নসভাকক্ষে বাংলাদেশ স্কাউটস,নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান এর শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মধ্যে যেসকল শহীদ স্কাউট ছিলেন, তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে আমরা সেদিন যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা যে দেশপ্রেমের কাব্য রচনা করেছিলাম, তা ছিল ঐতিহাসিক। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা স্কাউট পোশাক পড়েছি, এই পোশাক এর গুরুত্ব ও মর্যাদা বুঝতে হবে। স্কাউটস এর আইন ও প্রতিজ্ঞার যথার্থ ব্যবহার আমাদের আচরণে থাকতে হবে। প্রতিযোগিতায় কাব স্কাউট ও স্কাউটদের অংশগ্রহণে কালো ব্যাজ পরিধান, শোক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দল থেকে আরোশী চৌধুরী মেহেক চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলার প্রথম স্থান অধিকার করে।
তার পিতা লায়নস কাদের চৌধুরী টিটু ও মাতা আনন্দী আক্তার সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাশফাকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্কাউট কমিশনার মোঃ ফজলুল হক ভুইয়া মন্টু । এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক গোলাম মোস্তফা শাহীনসহ জেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারসহ প্রায় চারশতাধিক কাব স্কাউট ও স্কাউটবৃন্দ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণের শুরুতে কালো ব্যাজ ধারন ও জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।