মোঃ ফরিদুজ্জামান ফরিদ, গত ১ আগস্ট দৈনিক অগ্রদূত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। ফরিদুজ্জামান ফরিদ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য। এছাড়াও তিনি স্থানীয় নানা সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত থেকে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। ফরিদুজ্জামান ফরিদ বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অগ্রদূত পত্রিকায় আমাকে শ্যামনগর পৌর প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব দেয়া হয়েছে।
আমি যাতে মাঠ পর্যায়ে থেকে আমার লেখনী শক্তিতে সে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। এজন্য শ্যামনগর প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীমহলসহ সবার সহযোগিতা ও আশির্বাদ প্রত্যাশা করছি। তিনি দৈনিক অগ্রদূত পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং শ্যামনগর ব্যুরো প্রধানসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।