বাউফল( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পানিতে ডুবে মোঃ রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। রাফসানের বাবার নাম মোঃ সুমন । তিনি স্ত্রীসহ ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরী করতেন। আর রাফসান তার নানা বাড়িতেই থাকতেন। জানাগেছে, শিশু রাফসান শুক্রবার বাড়ির উঠানে খেলছিলে। এরপর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা পুকুরে রাফসানকে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা রাফসান পুকুরে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।