পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত ও ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করা করেছেন।শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আহতরা হলেন আব্দুর রাজ্জাক (৪৫), আরফাতুন নূর (২৯); শাওন (৩০); মোহাম্মদ রাশেদুল ইসলাম (২৮) এবং তার পিতা নুরুল ইসলাম (৬৫)। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, রাশেদুল ও নুরুল ইসলাম গুরুতরভাবে আহত হন।
এ ঘটনায় গ্রেফতারকৃত হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের মো. আজিজ (২৬), চন্দনাইশ পৌরসভার আহাম্মদ নবী (৪০), সাকিব ইসলাম (২৫), মো. রফিক (২৮) ও ওবায়দুল করিম ওরফে টিটু (২৭)। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।