আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় বরগুনার আমতলী উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘৫ আগস্ট’। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে উপজেলা বিএনপির আয়োজনে মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।
সকাল ১০টায় আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোক মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ নানা পেশার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলিকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “এই দিন শুধু একটি তারিখ নয়, এটি প্রতিরোধের, আত্মত্যাগের ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। রাজপথে ছাত্রদের রক্তে লেখা হয়েছিল একটি নতুন ইতিহাস- যার রেশ ছড়িয়ে পড়ে সারাদেশে।”
আলোচনা সভায় আরও বলা হয়, “কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের গুলিবিদ্ধ হওয়ার নির্মম ঘটনা এবং দুর্বার লং মার্চ- সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল ৫ আগস্ট। এই দিনটি আজ নতুন প্রজন্মের চেতনায় এক অনন্য অনুপ্রেরণা হয়ে রইল।”
সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মশিউর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, মো. মকবুল আহমেদ খান, মো. কামরুজ্জামান হিরু, মো. তারিকুল ইসলাম টারজন, আমতলী পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার তালুকদার, যুবদলের আহ্বায়ক ইসরাত শাহ্ আল আমিন (পিকু), কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি সোহাগ মিয়া ও সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া, মহিলা দলের সভানেত্রী মোসা. সাহানাজ পারভীন খুশি, ছাত্রদলের আহ্বায়ক মো. সেয়েব ইসলাম হেলালসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সবশেষে, ৫ আগস্টে শহীদ সকল ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।