পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় স্কুল হলে প্রধান শিক্ষক সামশুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস কøাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কান্তি দে, মুহাম্মদ রাকিব খান, মো. সাইফুদ্দীন ও সকল শিক্ষকবৃন্দ। আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হুমাইয়া খানম প্রমূখ।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিকী বলেন, ২০২৪ সালে ৩৬ জুলাই-আগস্ট ছাত্রজনতা তথা সর্বস্তরের জনগণের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটানো এই দিনটি এখন থেকে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শহীদদের আতœার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।