বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহকর্ত্রী। অজ্ঞাত চোররা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে পালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাজী বাড়ী, পুরান বন্দর এলাকায় প্রবাসী পরিবারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্ত্রী মোসাঃ লাইলা আক্তার (৩৩) শনিবার (৮ আগস্ট) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রবাস থেকে ফিরে বাসায় ঢুকে দেখেন, অজ্ঞাতনামা ব্যক্তি বাসায় প্রবেশ করে নগদ ৫০,০০০ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা) এবং বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি। পুলিশ অভিযোগ পেয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানার দায়িত্বশীল সূত্রে জানা গেছে।