আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, সুখদেব পাইক (৭৫), জয়দেব পাইক (৭০) এবং দুর্জয় (১২)। স্থানীয় সূত্র জানায়, সুখদেব পাইক গং দীর্ঘদিন ধরে পূর্ব চিলা মৌজায় তাদের রেকর্ডীয় জমি ভোগদখল করে আসছেন এবং চলতি মৌসুমেও সেখানে চাষাবাদ করেছেন। শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে ওই জমিতে একই এলাকার বিনয় মিত্র, বিকাশ মিত্রসহ কয়েকজন জোরপূর্বক চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিনয় মিত্র, বিকাশ মিত্র, বিমল মিত্র, নির্মল মিত্র, জোসনা রানী, শিল্পী রানী, তপন শিকারী, সুলতা রানী ও মো. আল আমিন সিকদার সুখদেব পাইক ও তার স্বজনদের ওপর শাবল দিয়ে হামলা চালান। এতে সুখদেব পাইকের মাথায় গুরুতর আঘাতসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বিকাশ মিত্র গং দাবি করেন, সুখদেব পাইকের পক্ষও তাদের মারধর করেছে এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জমিটি নিয়ে বরগুনার দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়েছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।