পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া কিন্ডারগার্টেন স্কুলে স্বর্ণপদক মেধা বৃত্তি পরীক্ষার দ্বিতীয় বারের মতন ফরম ও সিলেবাস বিতরণ উদ্বোধন করা হয়েছে। ১০ আগষ্ট রবিবার সকালে লিটল জুয়েলস চাইল্ড কেয়ার অস্থায়ী কার্য়লয়ে উদ্বোধন করেন পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা২০২৫ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষিকা রোকেয়া আক্তার,সাধারণ সম্পাদক, জাহেদুল হক,
কেন্দ্র সচিব,কানিজ, অর্থ সম্পাদক, তাসনুবা সুলতানা নিপুণ,মহিলা বিষয়ক সম্পাদক রিংকি দেব, প্রচার সম্পাদক ও পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, নোবেল বার্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের অধ্যক্ষ রুমা আক্তার আরফাতুর রহমান, সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার উর্মি, মারুফা আক্তার হীরা, নাদিয়া আক্তার, ঝুমা আলম প্রমুখ। বক্তারা পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক
মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর উত্তোরউত্তোর সাফল্য কামনা করেন।
সভাপতি মোহাম্মদ সেলিম বলেন পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা চালুর মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির কোমলমতি শিশুদের লেখাপড়ার টেবিলে নিয়ে আসার একটা প্রচেষ্টা, তিনি হাতে নিয়েই প্রথম বারের প্রাক প্রাথমিক ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং স্বর্নপদক দেওয়ার মাধ্যমে মেধা যাচাইয়ের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা যেনো অব্যহত থাকে তারজন্য
তিনি সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করেন।