স্টাফ রিপোর্টার: যৌথবাহিনীর সাড়াশি অভিযানের পর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী সেন্টু গাঁ ঢাকা দিয়েছে। কিন্তু তারই ভাতিজা ডাকাত দলের সদস্য ছিনতাইকারী রাজু জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, সম্প্রতি গোদনাইল নতুন আইলপাড়া এলাকায় অস্ত্রের সন্ধানে সেন্টুর বাড়ীতে যৌথবাহিনী অভিযান চালায়। ঐ সময় অস্ত্রধারী সন্ত্রাসী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামী সানমুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। কিন্তু সানমুনের পিতা নারী পিপাসু সেন্টু এর পর থেকে গাঁ ঢাকা দিয়ে পলাতক রয়েছে। কিন্তু থেমে নেই সেন্টুর ষড়যন্ত্র। আওয়ামী লীগের দোসর সেন্টু দীর্ঘদিন যাবৎ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ ভূমিদস্যুতা এবং বিভিন্ন নারীদের যৌন হয়রানী করে অতিষ্ঠ করে তুলেছে।
সেন্টুর ভাতিজা মাদক বিক্রেতা ও ডাকাত দলের সদস্য রাজু সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে গ্রেফতার হয়। মাস খানেক জেল খেটে জামিনে বেরিয়ে আবারও বেপারোয়া হয়ে উঠেছে। এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চিপা গলিতে নিয়ে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়াও নারীদের শ্লীলতাহানীর ঘটনাও ঘটাচ্ছে। মাঝে মধ্যে সেন্টুর নতুন আইলপাড়া বাড়ীতে গোপনে আসা যাওয়া করলেও মূলত বন্দর নবীগঞ্জে শ্বশুর বাড়ীতে পলাতক জীবন যাপন করছে। নবীগঞ্জ এলাকার সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা আফজাল হোসেনের নিকটাত্মীয় হওয়ায় সেন্টু বাহিনী রামরাজত্ব চালিয়েছে।
বর্তমানে গোদনাইল ৮নং ওয়ার্ডের এনায়েত নগর, পুরাতন ও নতুন আইলপাড়া এলাকায় সানমুন বাহিনীর অন্যতম সদস্য ছিনতাইকারী রাজু ও হত্যা মামলার আসামী সেন্টু এলাকার মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে এবং হুমকী ধামকী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ রয়েছে। রাজু পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা এবং আজমিরি ওসমানের দোসর। বিশেষ করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নাম ব্যবহার করে সেন্টু, সানমুন, রাজু, স্বদেশ সহ এই বাহিনীর আরো কয়েকজন চিহ্নিত মাদক সন্ত্রাসী বিগত সময়ের ন্যায় এখনো দিব্যি আকাম কুকাম করে যাচ্ছে।
স্থানীয় যুবদল, তরুন দল ও বিএনপির নামধারি চাঁদাবাজ নেতাদের আশ্রয় প্রশ্রয়ে বর্তমানে পলাতক সেন্টু বাহিনী বিভিন্ন কৌশল অবলম্বন করে নানা অপকর্ম চার্লিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে এবং ডিসি এসপির নিকট মাদকের তালিকায় নাম রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী চিহ্নিত অপরাধী সেন্টু, রাজু ও স্বদেশকে দ্রুত গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন।