পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ষ্টেশন রোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি সমাজ সেবক নুরুল আলম সওদাগর’কে উওরী প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (চবির) আইন বিভাগ অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম আবু নোমান। গত ৯ আগষ্ট শনিবার পটিয়া হল টুডে কনভেনশন সেন্টারে পটিয়ায় শাহ্ আমিরুজ্জমান( র:) মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এই উওরী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, আমন্ত্রিত অতিথি শাহজাদা ছৈয়দ মোরশেদুজ্জমান আমিরী,ফেডারেল ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড অতিরিক্ত ব্যাবস্তাপনা পরিচালক মাহবুল আলম, লেখক রশিদ এনাম,
অধ্যাপক ভগীরথ দাশ, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, নুর হোসেন, পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব আনোয়ার হোসেন, কাজী সোহেল, ফারুক আহমদ রাজু, আরিফ মির্জা, সায়েম সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত কয়েকবছর যাবত গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন পটিয়া ষ্টেশন রোড় ব্যাবাসয়ি সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর। তিনি লেখা পড়া, খেলাধুলাসহ গরীব শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন। মানবিক গুণাবলি নুরুল আলম সওদাগর’কে বেশ কয়েকটি সামাজিক সংগঠন সম্মাননা প্রদান করেন।