চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া ধলঘাট স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক মাওলানা আবুল জব্বার আল কাদেরী বিরুদ্ধে তার স্ত্রী রুজি আকতার নামে গৃহবধূ মারধর সহ নানান অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নারী রুজি আকতারের বাপের বাড়ি বাড়ি কেলিশহর ইউনিয়ন খিল্লা পাড়া গ্রামে। ঘটনাটি ঘটে ১১ আগষ্ট সকালে ধলঘাট স্কুল এন্ড কলেজ এলাকায়। গৃহবধূ রুজি আকতারকে ৯ বছর আগে বিয়ে করে ইসলামি শরীয়ত মোতাবেক আমির ভান্ডার দরবার মাজার শরীফে শুধু মাএ আকদ্ পড়ে প্রায় ৯ বছর বিভিন্ন ভাড়া বাসায় রেখে সংসার করলেও কাবিননামা করেনি। এবিষয়ে রুজি আকতার তার স্বামীকে কাবিননামা করার চাপপ্রয়োগ করলে সে আজ নয় কাল সময়ক্ষেপন শঠামি করে কাবিননামা না করে টালবাহানা শুরু করে।
এতে রুজি আকতার স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করলে চতুর স্বামী ধলঘাট স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক মাওলানা আবদুল জব্বার আল কাদেরী ১০ আগষ্ট রাতে বাসায় ঝগড়া করে বেরিয়ে যায়, তার পরেদিন ১১ আগষ্ট সকালে ধলঘাট স্কুল এন্ড কলেজ সামনে রুজিকে ডেকে নিয়ে তার পরিবার সহ এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ সুএে প্রকাশ। এ বিষয়ে প্রতিকার প্রার্থনা করে রুজি আকতার বাদী মাওলানা আবদুল জব্বার আল্-কাদেরী (৪৪) সহ তিনজনকে বিবাদী করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ে করে। অভিযোগটি পটিয়া থানার এস আই মাহবুব তদন্ত করছেন বলে জানা গেছে।
রুজি আকতার জানান,মাওলানা আবদুল জব্বার আল কাদেরী বিয়ের প্রলোভনে আকদ্ পড়ে ৯ বছর সংসার করে কাবিননামা করছে না, যাহা ইসলামি শরীয়ত মোতাবেক ব্যাবিচারী বলা হয়, বিয়ের আকদ্ পড়া স্বামী আবদুল জব্বার আল কাদেরী কে শতবার বলে কোন কাজ হয়নি বরং তিনি আগে বিয়ে সহ গোপন রেখে আমার সাথে সংসার চালিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত। রুজি বিষয়টি তদন্ত সাপেক্ষে আবদুল জব্বার আল কাদেরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানার ওসি নুরুজ্জামান সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার প্রার্থনা করে তার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।