কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শনিবার বেলা এগারোটায় পৌর শহরের শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়া শোভাযাত্রায় হাজারো সনাতনী নারী পুরুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রার মাধ্যমে সনাতনীরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।