নিজস্ব সংবাদদাতা: শ্রাবণের বিকেলে জ্ঞানের আলো বিকশিত করতে বা সবার মাঝে ছড়িয়ে দিতে পাঠ আলোচনার আয়োজন করেছে রৌদ্রছায়া প্রকাশ।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ সমবায় মার্কেটের চতুর্থ তলায় রৌদ্রছায়া প্রকাশ এর অফিসে এ পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলাম চৌধুরী’র লেখা স্মৃতির মনোজগত, এ. এস. এম. এনামুল হক প্রিন্স’র লেখা জোছনা ছুঁয়ে যায় ও আকাশ আহমেদ’র লেখা ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা এ-ই ৩টি বই উক্ত অনুষ্ঠানে রৌদ্রছায়া প্রকাশ বেস্টসেলার এ্যাওয়ার্ড লাভ করে।
রূপান্তর লিভিং লিমিটেড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান’র সভাপতিত্বে ও-ই অনুষ্ঠানে আলোচনা করেন- সাইফুল ইসলাম চৌধুরী’র লেখা স্মৃতির মনোজগত বইটির সম্পর্কে কিছু কথা বলেন কবি ও সাংবাদিক রণজিৎ মোদক। এ. এস. এম. এনামুল হক প্রিন্স’র লেখা জোছনা ছুঁয়ে যায় বইটির কবিতায় উঠে আসা প্রেম ও জীবন সংগ্রাম নিয়ে কিছু কথা বলেন শিশুসাহিত্যিক বদরুল আলম। আকাশ আহমেদ’র লেখা ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা অনুপম ছড়াগ্রন্থটি সম্পর্কে মতামত ব্যাক্ত করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া।
কবি সাদ্দাম মোহাম্মদ’র সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক ও সংগঠক সৈয়দ মনজুর মোরশেদ, সাংবাদিক ও সংগঠক আব্বাস হোসাইন আফতাব, কবি আল আশরাফ বিন্ধু, রৌদ্রছায়া প্রকাশ এর কর্ণধার আহমেদ রউফ, বাংলাদেশ নারী জাগরণ মঞ্চ এর সাধারণ সম্পাদক জেসমিন আক্তার প্রমূখ।