তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ-হালুয়াঘাট-নেত্রকোনা সড়কে ট্রাকসহ পালিয়ে যাওয়ার সময় ৩০ কিলোমিটার ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। এ সময় ডাকাত দলের অপরাপর সদস্যরা পালিয়ে যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় প্রযুক্তির সরঞ্জামাদিও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়ার মৃত ওফাত উল্লাহর ছেলে মো. জবেদ আলী(৫২), নীলফামারীর ডোমার থানার হলহলিয়া গ্রামের শফিউর রহমানের ছেলে মো. আশরাফ আলী(৪০)।
তারাকান্দা থানা পুলিশের এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাল উদ্দিন বলেন, (১৬ আগস্ট) রাত আনু: সাড়ে ৩ টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান স্যারের নেতৃত্বে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর নামক স্থানে ডিউটি করার সময় খবর পাই যে, একটি সংঘবদ্ধ ডাকাতদল থানা এলাকার গোপালপুর খামার বাজার সংলগ্ন স্থানে ট্রাকসহ অবস্থান করছে। তখন আমরা সেখানে পৌছে ট্রাকটি তল্লাশি করার নিমিত্তে তাদের চ্যালেঞ্জ করি। তখন সুযোগ বুঝে ট্রাকটি গতি বাড়িয়ে শম্ভুগঞ্জ অভিমুখে যাওয়া শুরু করে।
এ সময় ওসি স্যারের নির্দেশে আমরা ময়মনসিংহ এবং আশপাশের টহল পুলিশ সদস্যদের এবং কন্ট্রোল রুমে অবহিত করে আমরাও পিছনে ধাওয়া করি। শম্ভুগঞ্জে পৌছার পর ইউটার্ন নিয়ে আবারও ট্রাকটি তারাকান্দা অভিমুখে আসতে থাকে। তারাকান্দায় আসার পর বেড়িকেট দেখে আবারও তারা শম্ভুগঞ্জের দিকে যাওয়া শুরু করে। পরে তারা ইউটার্নে পৌঁছে যাত্রা করে নেত্রকোনার দিকে। সেখানে টহল পুলিশ এবং জনতার বাধায় পকেট রোড ধরে কামারিয়া সাধুপাড়া এলাকায় ট্রাকটি একটি ডোবায় নামিয়ে দেয়। পরে স্থানীয়দের সাথে পুলিশ দুই ডাকাতকে আটক করে। এদিকে পালিয়ে যাওয়ার সময় মো. জবেদ আলী পায়ে আঘাত পায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমরা সব মিলিয়ে প্রায় ত্রিশ কি.মি ধাওয়া করে ট্রাকসহ উল্লেখিত দুই আন্তঃজেলা ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হই। তিনি আরও বলেন গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদে মো. আল-আমিন(৪০), মনির(৪২), লাকের(৩২), সোহেল(৩২) সহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা সঙ্গীর কথা জানিয়েছে। যারা একত্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের ধাওয়ায় সুযোগ বুঝে পালিয়ে গেছে। ধাওয়া করার সময় সড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে আমাদের পথ রোধ করার চেষ্টায় ছিলো ডাকাতদল। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) টিপু সুলতান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।