নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় লিপি আক্তার নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি একাধিক বিয়ে করে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা দাবি করে থাকেন।
অভিযোগ রয়েছে, লিপি আক্তার তার বড় বোনের স্বামী কবির মিয়ার সঙ্গে প্রায় তিন বছর সংসার করেন। এ সময়ে তিন দফা ছাড়াছাড়ির পর আবারও বিয়ে হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সংসার ভেঙে যায়। সম্প্রতি পুনরায় কবির মিয়ার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে নতুনভাবে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।
লিপির মা অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে লিপি আমার বড় মেয়ের সংসার নষ্ট করেছে। এখন আবার ছোট মেয়ের স্বামী মোস্তফার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। কয়েক বছর আগে তাকে অসামাজিক জীবন থেকে ফিরিয়ে আনলেও সে ভালো হয়নি। মা হয়ে আমি চাই, সমাজ ও আইন যেন এর বিচার করে।
স্থানীয়রা জানিয়েছেন, লিপি আক্তারের এসব কর্মকাণ্ডে এলাকায় নানা ধরনের পারিবারিক দ্বন্দ্ব ও অশান্তি তৈরি হচ্ছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয় লিপির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য করেনি।