হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত অর্ল্যান্ডোতে গত শুক্রবার ,ষোলোই আগস্ট : শোকাবহ পনেরো আগস্টের মহান জাতীয় শোক দিবস উপলক্ষে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগরে উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়। সুদীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে এক বিতর্কিত বাঁধায় দেশের ভিতর জাতির জনকের শাহাদাত বার্ষিকী জাতীয় ভাবে পালন করা যাচ্ছে না, কিন্তু সারা পৃথিবীতে দীপ্ত শপথে তা পালিত হচ্ছে।এই অশ্রুবহ বেদনার দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও স্বাধীনতার পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা, এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। মাতৃভূমির স্বাধীনতার শহীদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই উপলক্ষে উপদেষ্টা মাহবুব মিলন সকলকে ঐক্যবদ্দ্ব ভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করার আহবান জানান। তিনি বলেন, ফরমান জারিকরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করতে না দেয়ার এই নির্মম পদক্ষেপ কোন ভাবেই জাতি মেনে নিতে পারে না। মোঃ জসীম বলেন, নিজেদের জন্য স্বদেশ ভূমি, একটি স্বাধীন রাষ্ট্র , একটি দেশ, একটি মানচিত্র এবং মেহনতি মানুষের মুক্তি আমরা যাঁর নেতৃত্বে পেয়েছিলাম তিনি বঙ্গবন্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের কারিগর।
ইতিহাসের পাতায় জাতির স্বপ্নদ্রষ্টাকে সপরিবারে হত্যার হৃদয় বিদারক নির্মমতার কলঙ্ক জাতি চিরকাল বয়ে বেড়াবে। সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন ,বঙ্গবন্ধুকে ভালোবাসতে দল করতে হয় না। তিনি দলের উর্ধে, দেশ ও জাতির শ্রেঠ সম্পদ। তাঁকে সম্মান করা সমগ্র জাতির ও সকল রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু চিরঞ্জীব। তিনি আছেন এই মাটি জলে, পতাকায় , মানচিত্রে , প্রতিটি মুক্তচিন্তার অণুতে , প্রতিটি বাঙালির বিবেকের জাগরণে।অতঃপর বঙ্গবন্ধু , তাঁর পরিবার সহ স্বাধীনতার আত্মহুতি দানকারী বীর শহীদের আত্মার মাগফেরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।