কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া বিএনপি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি। পরে এতিমখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। শেষে এতিমখানা এলাকার কবরস্থানের ঝোপ ঝাড় কেটে পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।