সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:-পটুয়াখালীর গলাচিপায় ৬ মাসের অজ্ঞাত এক কন্যা শিশুর ভ্রুণ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন পূর্ব পাশে খাল পাড় হতে ভ্রুণটি উদ্ধার করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভ্রুণটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।