রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। স্থানীয় ডিলার মোঃ রেজাউল করিম এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন। এই কার্যক্রম প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ফেব্রুয়ারী ও মার্চ মাসে কার্ডধারীগন চাল ক্রয় করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য কর্মকর্তা জানান উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এ চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষেরা ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।